জীবন বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


121) মানুষের মুখমন্ডলে অস্থি সংখ্যা --
A) ১৪
B)
C) ১২
D) ১৮

122) DNA নাইট্রোজেন ক্ষারকগুলি যার সঙ্গে যুক্ত থাকে
A) ফসফেট
B) রাইবোজ
C) ডি-অক্সিরাইবোজ
D) হাইড্রোজেন

123) রাইজোম কেন একটি পরিবর্তিত কাণ্ড ?
A) মাটি থেকে উল্লম্বভাবে বাড়ে ও এতে শাঁসালো পাতা থাকে
B) এতে পর্ব থাকে ও এতে চোখ থাকে, যা অঙ্কুরোদগম মুকুল বহন করে
C) এর কাণ্ডটি নিবিড় ও ডিস্ক -এর মতো
D) এর পর্ব আছে, আন্তরপৰ্ব আছে ও পাতাগুলি বাদামি

124) স্ট্রার্টিফায়েড স্কোয়ামাস এপিথলিয়াম উপস্থিত থাকে এখানে:
A) ত্বক
B) খাদ্য নালী
C) বৃক্ক
D) শ্বাস নালী

125) DNA তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত থাকে তা হল –
A) থাইমিন
B) ইউরাসিল
C) অ্যাডেনিন
D) সাইটোসিন

126) ঝিনুক ও শামুকের খোলায় কি ধরনের উপাদান থাকে_
A) সোডিয়াম কার্বনেট
B) ক্যালসিয়াম কার্বনেট
C) ম্যাগনেশিয়াম কার্বনেট
D) কোনটিই সঠিক নয়

127) নিম্নলিখিত কোনটি প্যারাসাইট হিসেবে গাছপালা থেকে পুষ্টি পেতে থাকে ?
A) ব্রায়োফিলাম
B) উকুন
C) ম্যালেরিয়া প্যারাসাইট
D) কুসকুটা

128) ক্রোমোজোমে কি থাকে?
A) DNA ও প্রোটিন
B) শুধু DNA
C) DNA, RNA ও প্রোটিন
D) DNA ও RNA

129) তরুণাস্থি তে কোন প্রােটিন থাকে?
A) অ্যাকটিন
B) মায়োসিন
C) জিলাটিন
D) কনড্রিন

130) ইরিপসিন নামক উৎসেচক টি বর্তমান থাকে নিম্নের কোথায় ?
A) পাকরসে
B) লালারসে
C) অগ্নাশয় রসে
D) আন্ত্রিক রসে

131) একটি গ্লুকোজ অণুতে উপস্থিত থাকে
A) 2 টি কার্বন পরমাণু
B) 6 টি কার্বন পরমাণু
C) 1 টি কার্বন পরমাণু
D) 3 টি কার্বন পরমাণু

132) পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা
A) 0.5 mg/L
B) 0.05 mg/mL
C) 0.05 mg/L
D) 0.5 mg/mL

133) মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়--
A) ব্লিচিং পাউডার
B) চুন
C) গ্যামবুসিয়া
D) কার্বন মনোক্সাইড

134) “EEG” ব্যবহৃত হয়--
A) হৃদপিন্ডের ক্ষেত্রে
B) মস্তিষ্কের ক্ষেত্রে
C) রক্তচাপ মাপতে
D) কোনোটিই নয়

135) নিচের কোন ধাতুটি ক্যানসার থেরাপিতে ব্যবহৃত হয়?
A) ফসফরাস-32
B) সোডিয়াম-24
C) আয়োডিন-131
D) কোবাল্ট 60

136) সর্পগন্ধা গাছ থেকে তৈরি রেসারপিন কোন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়?
A) নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে
B) ম্যালেরিয়া প্রতিষেধকে
C) ডেঙ্গু প্রতিষেধকে
D) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে

137) জৈব গ্যাসের প্রধান উপাদান হলো -
A) কার্বন ডাই অক্সাইড
B) মিথেন
C) হাইড্রোজেন
D) অক্সিজেন

138) সন্ধান প্রক্রিয়ায় কোন উৎসেচক টি গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করে--
A) ইস্ট
B) ল্যাকটোব্যাসিলাস
C) জাইমেজ
D) সাইটোসিন

139) প্রকল্পিত হরমোনের আনুমানিক সংখ্যা
A) 5
B) 4
C) 3
D) 2

140) পতঙ্গদের দেহের শ্বাসছিদ্রের সংখ্যা হল কটি?
A) 4 জোড়া
B) 6 জোড়া
C) 7 জোড়া
D) 10 জোড়া